মাছের ঘেরে বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মৎস নিধনের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনা ঘটে দেশের সর্ব দক্ষিণের জেলা বাগেরহাটের শরণখোলায় ।
গত সোমবার ও বুধবার (১৩ ও ১৫ জানুয়ারি) রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের রাজ্জাক ফকির এবং তার ভাই বাদল ফকিরের দু’টি ঘেরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
রাজ্জাক ফকিরের স্ত্রী রাশিদা বেগম জানান, বাড়ির সামনে পাঁচকাঠা জমিতে ৭-৮বছর ধরে মাছের চাষের পাশাপাশি সবজি চাষ করছেন তারা। ঘেরে রুই,কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন লাখ টাকার মাছ ছিলো। বিষে সমস্ত মাছ মরে গেছে। দুর্বৃত্তরা সবজির গাছও উপড়ে ফেলেছে।
আরো পড়ুনঃ বাগেরহাটে দূর্বত্তের দেয়া আগুনে গরুর মৃত্যু
প্রতিপক্ষকে জব্দ করতে ছাগল পুড়িয়ে হত্যা
বাদল ফকিরের ছেলে ফরিদ হোসেন জানান, তাদের ঘেরের প্রায় আড়ই লাখ টাকার মাছ মারা গেছে। তারা সোনালী ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে ঘেরে মাছ ছাড়েন। এখন ব্যাংকের ঋণ পরিশোধের দুঃশ্চিন্তায় পড়েছেন তারা।
মাসখানের আগে প্রতিবেশী রতন হাওলাদারের পরিবারের সাথে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হয়। প্রতিশোধ নিতে তারা ঘেরে বিষ দিয়েছে বলে তাদের ধারণা।
ঘেরের সব মাছ মেরে ফেলায় দারুণ হতাশায় পড়েছে দরিদ্র দুই পরিবার। এঘটনায় ক্ষতিগ্রস্তরা শরণখোলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল সাইদ জানান, ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবারের চিঠি / আটলান্টা/ জানুয়ারি ১৬, ২০২০
বাংলাদেশ সময়: ৬:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com