“এইডস নির্মূলে প্রয়োজন, জনগনের অংশগ্রহন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মত বাগেরহাটেও বিশ^ এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগেরর উদ্যোগে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ পুলক দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শুরুপ্রসাদ ঘোষ, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রদিপ কুমার বকসি, মো: মহিতুর রহমান প্রমুখ।
শনিবারের চিঠি / আটলান্টা/ ০১ ডিসেম্বর, ২০১৯
বাংলাদেশ সময়: ৬:০৩ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com