মংলা, বাগেরহাটঃ বাগেরহাট কিশোরী দলকে ০২-০১ গোলে হারিয়ে মংলা কিশোরি দল চ্যাম্পিয়ন হয়েছে। গত ৮ মে সকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা জাগরনী চক্রফাউন্ডেশনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । বাগেরহাট পৌর সভা ও মংলা পৌরসভার চারটি কিশোরি দল এ টুর্নামেন্টে অংশ গ্রহন করে। ফাইনাল খেলার প্রথমার্ধে বাগেরহাট কিশৃ দল প্রথম গোলটি করে পরে মংলা কিশোরি দল পর পর দুটি গোল করে মংলা দলকে এগিয়ে নিয়ে যায়।
টুর্নামেন্টে লিকা শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে নির্বাচিতা হয়। খাদেমুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথিহিসাবে বক্তৃতা করেন বাগেরহাট প্রেস কাবের সাধারন সস্পাদক মোঃ কামর“জ্জামান।এছাড়াও বক্তৃতা দেন পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, শরিফা আক্তার সপ্না,জাগরনী চক্র ফাউন্ডেশনের উপ- পরিচালক কাজী মাজেদ নওয়াজ,জাগরনী চক্র ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাসিব নেওয়াজ, প্রমুখ।
শনিবারের চিঠি/আটলান্টা/ মে ১০, ২০১৬
বাংলাদেশ সময়: ৯:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com