ত্রাণের সামগ্রীর বস্তা নিজ কাঁধে নিয়ে নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি ) মোহাম্মদ মামুনুর রশীদ।
রবিবার ২৯ মার্চ সকাল থেকে সরকারি খাদ্য সাহায্য বিতরণ শুরু করে বাগেরহাট জেলা প্রশাসন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, সরকার করোনাভাইরাস প্রতিরোধে খাদ্য সহায়তা হিসেবে বাগেরহাট জেলায় ১০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। রবিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে।
বাগেরহাট সদর, ফকিরহাট ও মোল্লাহাটসহ জেলার বিভিন্ন উপজেলায় মানুষের হাতে তুলে দেয়া প্রতি প্যাকেটে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, আলু, লবণ, তেলসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীও রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
শনিবারের চিঠি / আটলান্টা/ মার্চ ৩০, ২০২০
বাংলাদেশ সময়: ৯:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com