ষ্টাফ রিপোর্টারঃ জর্জিয়ায় বাংলাদেশ পূজা এ্যাসোসিয়েশন অব জর্জিয়া (বিপিএ) এর এক প্রেস বিজ্ঞপ্তীতে জানিয়েছে আগামি ১৯ থেকে ২১ অক্টোবর যথাক্রমে শুক্র, শনি ও রবিবার স্থানীয় জেসি ইভেন্ট হলে শারদীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে । উক্ত অনুষ্ঠানে পারফামেন্স করতে বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় চ্যানেল আই সেরা শিল্পী কৃষ্ণা তিথি এবং ভারতীয় রিথিসা পাদমানাভ অয়ন মুখার্জী সাথে স্থানীয় শিল্পী বৃন্দ ।অনুষ্ঠানে বাংলাদেশ পূজা এ্যাসোসিয়েশন (বিপিএ) এর পক্ষ থেকে জর্জিয়া প্রবাসী সকলকে আমন্ত্রণ করা হয়েছে।
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে নিন্মের লিঙ্কে ক্লিক করুনঃ বাংলাদেশ পূজা এ্যাসোসিয়েশনের শারদীয় দূর্গাপূজা
[পাঠকঃ আপনাদের সংগঠনের কার্যকলাপ আমাদের ‘ওয়েবে প্রকাশের জন্য প্রেস বিজ্ঞপ্তি / চিঠিপত্র’ আপনিও পাঠাতে পারেন । লেখা অবশ্যই সুলাইমানি লিপি অথবা সুটন্নিএমজিতে হতে হবে। হাতে লেখা স্ক্যান করা কোন লেখা গ্রহণ যোগ্য নয় । ই-মেইলঃ editor@thesaturdaynews.com ]
শনিবারের চিঠি / আটলান্টা / সেপ্টেম্বর ২৮ , ২০১৮
বাংলাদেশ সময়: ৬:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com