ষ্টাফ রিপোর্টারঃ গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলের সভা কক্ষে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব জর্জিয়ার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মশিউর রহমান চৌধুরি । নির্বাচন কমিশনারে অন্যান্যরা ছিলেন, আলহাজ শাকুর মিন্টু ,মোহাম্মদ মামুন শরীফ,মোহাম্মদ ওয়াসি উদ্দিন ও ইলা চন্দ।
শপথ গ্রহণকারীরা হলেন, সভাপতি মোস্তফা কামাল মাহমুদ , সাধারণ সম্পাদক মোহাম্মদ এ এইচ রাসেল, সহসভাপতি ২ জন যথাক্রমে আরিফ আহমেদ ও মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান রুবন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ এসএম সাদমান আবেদিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন সওকত, গণসংযোগ সম্পাদক মাহবুব আলম সাগর, ক্রীড়া সম্পাদক রফিকুজ্জামান লিয়ন, কার্যকরী সদস্য ৫ জন যথাক্রমে মোসাম্মৎ আরজু, কাজী রফিকুল আলম বাদল, মোসাম্মৎ নাজমুন নাহার, রনদা প্রসাদ চৌধুরি ও হাসান চৌধুরি সুহেল।
উপস্থিত ন্সুধীমন্ডলীর একাংশ ছবিঃ শনিবারের চিঠি
নির্বাচন কমিশনার শাকুর মিন্টু ও মামুন শরিফের উপস্থনায় নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাবেক কমিটির সভাপতি সম্পাদক যথাক্রমে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও আহমেদুর রহমান পারভেজ , নির্বাচন কমিশনার ওয়াসি উদ্দিন ও ইলা চন্দ।
প্রধান নির্বাচন কমিশনার সবশেষে নির্বাচনের দায়িত্ব কর্তব্য জানিয়ে নাতিদীর্ঘ বক্তব্য শেষে নব নির্বাচিতদের শপথ বাক্য সুধী মন্ডলীদের দিকে বিপরীত মুখী হয়ে পাঠ করালে হট্টগোল বেধে যায় ।
অনুষ্ঠানস্থলে হট্টগোলের একটি মূহুর্ত ছবিঃ শনিবারের চিঠি
বিপরীত মুখী করে কেন শপথ বাক্য পাঠ করানো হলো এ ব্যাপারে শনিবারের চিঠির পক্ষ থেকে নির্বাচন কমিশনারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ শপথ বাক্য পাঠ করেই নবনির্বাচিত সদস্যরা উপস্থিত সুধীমন্ডলীদের দিকে ফিরেই সালাম এবং শুভেচ্ছা জানাবে এইই ছিল আমার লক্ষ্য । কিন্তু সে পর্যন্ত পৌঁছানের পূর্বেই এই অনাকাঙ্খিত ঘটনা । ফলে অনুষ্ঠানের তৃতীয় পর্ব বাদ রেখেই আমাদের শপথ অনুষ্ঠান সমাপ্ত করতে হয় ।’
তৃতীয় পর্বে ছিল নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিত সূধীমন্ডলীদের সাথে কুশল বিনিময় এবং হাল্কা আপ্যায়ণ ।
নব নির্বাচিত কতিপয় সদস্য ছবিঃ শনিবারের চিঠি
উলেক্ষ্য গত ১২ আগষ্ট আজীবন ও সাধারণ সদস্যদের গোপন ব্যালট ভোটে বিপুল প্রতিদ্বন্ডিতার মধ্যদিয়ে স্থানীয় জেসি ইভেন্ট হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাহমুদ রাসেল পরিষদ বিজয়ী হয় । বিজিত পরিষদে ছিলেন জামাল ঠান্ডু পরিষদ।
শনিবারের চিঠি/ আটলান্টা / সেপ্টেম্বর ০৩, ২০১৮
বাংলাদেশ সময়: ৯:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ সেপ্টেম্বর ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com