পুরো বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রে। বিশ্বের অন্যতম প্রভাবশালী এ দেশের প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে দেশটির নির্বাচনে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। নির্বাচনে জয়ী হয়েছেন মৃত এক ব্যক্তি।
যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ডেভিড আন্ডাল কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ৫ অক্টোবর হাসপাতালে মারা যান। অথচ মৃত্যুর একমাস পর হওয়া ভোটে কিনা তিনিই জয়ী হয়েছেন!
পেশায় ব্যবসায়ী ও খামারি আন্ডাল গত মঙ্গলবার ভোটের আনুষ্ঠানিক ফলাফলে নর্থ ডাকোটার স্টেট হাউজ এর প্রতিনিধি নির্বাচিত হন বলে জানায় সিএনএন।
রিপাবলিকান প্রার্থী আন্ডল নর্থ ডাকোটার ‘এইটথ ডিস্ট্রিক’এর দুইটি আসনের একটির প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন। তিনি মোট ভোটের ৩৫.৫৩ শতাংশ ভোট পেয়েছেন।
আন্ডলের মৃত্যুর পর অক্টোবরেই প্রশ্ন উঠেছিল, যদি নভেম্বরের নির্বাচনে তিনি জিতে যান তবে কী হবে?
তখন নর্থ ডাকোটার অ্যাটর্নি জেনারেল নিজের মতামত দিয়ে বলেছিলেন, পরিস্থিতি সেরকম হলে আইন অনুযায়ী পদত্যাগ বা অবসর দেখানো হবে। তাহলে ডিস্ট্রিক্ট রিপাবলিকান পার্টি শূন্য ওই আসনে একজন প্রতিনিধি নিয়োগ দিতে পারবে।
শনিবারের চিঠি/ আটলান্টা/ নভেম্বর ০৬, ২০২০
বাংলাদেশ সময়: ৭:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com