আহরার হোসেন, বিবিসি বাংলাঃ বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন আজ বল হাতে একটার বেশী উইকেট পাননি। বরঞ্চ দারুণ সাফল্য দেখিয়েছেন মাশরাফি বিন মোর্তজা।
তারপরও আজ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ জুড়ে ভক্তদের আলোচনায় রুবেল ছিলেন শীর্ষে।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হলের টিভি কক্ষে বসে যখন দ্বিতীয় ইনিংসের খেলা দেখছিলাম, তখন যতবার রুবেলের হাতে বল তুলে দিচ্ছিলেন অধিনায়ক, ততবারই টিভি কক্ষের শ’চারেক দর্শক সমস্বরে ‘হ্যাপি হ্যাপি’ শ্লোগান তুলছিল।
আর প্রথম বলে উইকেট শিকারের পর যে আওয়াজ হলো সেটাকে কানফাটা আওয়াজ বললে ভুল হবে না। শ্লোগান ছিল ওই ‘হ্যাপি’।
এমনকি ম্যাচ শেষে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এক দর্শক বারবার বলছিলেন, ‘আমরা হ্যাপি, আমরা হ্যাপি’।
ফেসবুকেও আজ বাংলাদেশে ‘হ্যাপি’ ছিল ট্রেন্ডিং।
বল হাতে রুবেলের প্রথম উইকেট শিকার এবং একেবারে সীমানায় একটি সম্ভাব্য ছক্কাকে দুর্দান্ত ড্রাইভে ক্যাচে পরিণত করার পর ফেসবুকে অনেকেই রুবেলকে প্রশংসা করে যে স্ট্যাটাস দিয়েছেন, তাতে দেখা গেছে ‘হ্যাপি’ শব্দটির ব্যবহার।
এমনকি ফেসবুকে বিবিসি বাংলা’র পাতায় অনেকেই কমেন্ট করেছেন এই ‘হ্যাপি’ শব্দটি ব্যবহার করে।
সৌরভ রায় বলে একজন তার কমেন্টে লিখেছেন, ‘রুবেলের প্রথম বলেই উইকেট: হ্যাপি বাংলাদেশ’।
সম্প্রতি হ্যাপি নামে এক চিত্রতারকার সঙ্গে রুবেলের প্রেমের সম্পর্ক নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়ায় এবং বিষয়টি বাংলাদেশে দারুণ শোরগোল তোলে।
এক পর্যায়ে রুবেলের বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা নিয়েই সংশয় তৈরি হয়।
পরে আদালত থেকে জামিন নিয়ে বাংলাদেশ স্কোয়াডে ঢোকেন রুবেল হোসেন এবং বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া পাড়ি জমান।
এসময় অনেকেই আশঙ্কা করেছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য এই পেসারের মাঠের পারফর্মেন্সে হয়তো এই ‘হ্যাপি’ স্ক্যান্ডাল প্রভাব ফেলবে।
কিন্তু প্রথম দিনের ম্যাচে দেখা গেলো বল হাতে প্রথম বলেই দারুণ এক উইকেট শিকার এবং পরবর্তীতে ম্যাচের সবচাইতে দর্শনীয় ক্যাচটিও তিনিই লুফে নিলেন।
বাংলাদেশ সময়: ১০:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com