বাংলা প্রেস,বষ্টনঃ যুক্তরাষ্ট্রের বষ্টনে অনুষ্ঠিত হল বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী বুলবুল ইসলামের একক সঙ্গীত সন্ধ্যা। গত রবিবার সন্ধ্যায় বোষ্টনের উপশহর নর্থ রিডিং-এর এক চার্চের হলরুমে এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পীদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সম্পর্কে আনোয়ার কবির রুমি’র বলেন, বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী বুলবুল ইসলাম সাম্প্রতি যুক্তরাষ্ট্রে বেড়াতে আসেন। তাঁর সাথে রয়েছে আমার ব্যক্তিগত সম্পর্ক এবং অনেক স্মৃতি। তাই প্রায় তড়িঘড়ি করেই তাঁর এ একক সঙ্গীত সন্ধ্যার আয়োজনটি করা হয়েছে। খুব স্বল্প সময়ে হলেও বষ্টনের সঙ্গীত প্রেমীরা ছুটে আসেন তাঁর গান শোনার জন্য। প্রায় দু’ঘন্টা ধরে তিনি রবীন্দ্র সঙ্গীতের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। শিল্পীকে সঙ্গত করেন তবলায় তপন মোদক ও মন্দিরায় জাহিদ ওসমানী মামুন।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২৫ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ৭:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com