বন্যা উপদ্রুত এলাকাগুলোয় সহায়তার হাত বাড়িয়ে দিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান মির্জা ফখরুল।
বিএনপি নেতা বলেন, ‘ভারত থেকে নেমে আসা বন্যার পানিতে বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর ও গাইবান্ধার ব্যাপক অঞ্চল প্লাবিত হয়েছে। লাখ লাক মানুষ পানিবন্দি হয়ে দুঃসহ জীবনযাপন করছে। এ ছাড়া বন্যাউপদ্রুত অঞ্চলগুলোয় খাদ্য ও সুপেয় পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে। ওই সব অঞ্চলের রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় বেশির ভাগ উপজেলা জেলা শহর থেকে ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যা আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানি, খাবার, ওষুধ ও আশ্রয়ের সংকটে নিপতিত হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছে জেনে দেশবাসীর ন্যায় আমিও উদ্বিগ্ন। কিন্তু বন্যাদুর্গত মানুষের দুর্ভোগে হ্রাসের জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ ও সহযোগিতা লক্ষ করা যাচ্ছে না।’
ফখরুল বলেন, ‘অবিলম্বে এই দুর্যোগে মোকাবিলা ও বন্যাকবলিত অসহায় মানুষদের দুর্দশা লাঘবে দ্রুত ব্যবস্থা নিতে, তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি বন্যা উপদ্রুত এলাকাগুলোর জনগণকে অতি দ্রুততার সঙ্গে সাহায্য-সহযোগিতা করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।’
শনিবারের চিঠি/ আটলান্টা / জুলাই ২৯ , ২০১৬
বাংলাদেশ সময়: ১০:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com