শনিবার বিনোদনঃ আবারও চলচ্চিত্রে ফিরছেন নায়িকা পূর্ণিমা। অভিনেতা শাহরিয়ার জয় পরিচালিত দ্বিতীয় ছবি ‘বন্ধ দরজা’র মাধ্যমে তিনি আবারও চলচ্চিত্রে ফিরছেন।
চলচ্চিত্রে ফেরা নিয়ে পূর্ণিমা এনটিভি অনলাইনকে বলেন, ‘আসলে শাহরিয়ার জয় ভাই আমাকে এই চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। কারণ, সন্তানের জন্য এখন আর অভিনয়ে সময় দিতে পারি না। মাঝেমধ্যে দু-একটি টেলিফিল্মে কাজ করছি। কারণ, এখানে কয়েক দিন শুটিং করলেই হয়ে যায়। চলচ্চিত্রের মতো টানা লম্বা শিডিউল দিতে হয় না। এই ছবিতে ছোট ছোট শিডিউলের মাধ্যমে শুটিং হবে, যে কারণে কাজটি আমি করতে পারব।’
কীভাবে ছবির সঙ্গে যুক্ত হলেন—জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘চলতি মাসের প্রথম সপ্তাহে মাসুদ সেজান পরিচালিত ‘লাভ সেলিব্রেশন’ নামের একটি ঈদের ধারাবাহিকের শুটিংয়ে সিলেট গিয়েছিলাম। সেখানেই জয় ভাইয়ের সঙ্গে ছবির বিষয়ে কথা হয়। উনার ছবির গল্পটা শুনেই আমি রাজি হয়ে যাই। কিন্তু ভাবছিলাম, একসঙ্গে বড় শিডিউল কীভাবে দেব। তিনি তখন জানালেন, আমাকে টানা শুটিং করতে হবে না। তাই আমি ছবিটি করতে পারছি।’
অটিস্টিক শিশুদের নিয়ে নির্মাণ হবে চলচ্চিত্র ‘বন্ধ দরজা’। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম। ২০১৪ সালের ভালোবাসা দিবসে ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিতে নায়িকা পূর্ণিমাকে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায়। এই ছবিতে তিনি নায়ক রিয়াজ ও আমিন খানের বিপরীতে অভিনয় করেছিলেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ছায়া’। এ ছবিতে তিনি নায়ক আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন।
শনিবারের চিঠি/আটলান্টা/এপ্রিল ২০, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ২০ এপ্রিল ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com