দেশে চলমান করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা (৩৩০ কেজি ) চালসহ মাঝিহট্ট ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দামগাড়া গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে আটক করা হয়।
ইউপি চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, শিবগঞ্জ থানা পুলিশ বুধবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালান। তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল পাওয়া যায়। চালগুলো জব্দ ও তাকে আটক করে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে পুলিশ আরও চাল উদ্ধার অভিযানে চালানো হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান শিবগঞ্জ থানার ওসি।
শনিবারের চিঠি / আটলান্টা/ এপ্রিল ১৬, ২০২০
আরো পড়ুনঃ আওয়ামী লীগ নেতা ও ডিলারের বাড়ি থেকে ১৭০ বস্তা চাল জব্দ
বাংলাদেশ সময়: ৯:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com