শনিবার রিপোর্টঃ আগামি ২২ ও ২৩ মে ফ্লোরিডার পান্টেশনে যুক্তরাষ্ট্র আন্ত স্টেট যুব লীগের মহা সম্মেলনে যোগ দিবে জর্জিয়া যুব লীগ। জর্জিয়া যুব লীগের সভাপতি নুরুল ইসলাম তালুকদার নাহিদ ও সাধারন সম্পাদক ইলিয়াস হাসান রানার নেতৃত্বে ১৭ সদস্যের একটি দল সেখানে যোগ দিবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উক্ত অনূষ্ঠানে জর্জিয়া যুবলীগের সভাপতি নুরুল ইসলাম তালুকদার নাহিদকে যুক্ত রাষ্ট্র আন্ত ষ্টেইট যুবলীগের মহাসমাবেশ উযাপন কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয়েছে।
নুরুল ইসলাম নাহিদ ও ইলিয়াস হাসান রানা ছাড়া অন্যান্য যারা যোগ দিবেন উল্লেখ যোগ্যদের মধ্যে সহ সভাপতি মিনহাজুল ইসলাম বাদল, সহ সভাপতি উত্তম দে, সহসাধারন সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক সুহেল হাসান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত চৌধুরী মিদুল , প্রচার সম্পাদক সেতু চক্রবর্তী , দপ্তর সম্পাদক তানভীর হাসান সহ মোট ১৭ জন ।
শনিবারের চিঠি/আটলান্টা/ মে ১৩, ২০১৬
আমাদের সাথে থাকতে ফেসবুক ওপেন করুন এবং লাইক বক্সে ক্লিক দিন।
বাংলাদেশ সময়: ১০:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ মে ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com