ফোর্ড মায়ার, ফ্লোরিডাঃ ফ্লোরিডায় ফোর্ট মায়ারের একটি নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন জিম মালিগান। খবর সিএনএন’র।
ক্লাবটির পার্কিং এরিয়াতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারী কতগুলো গুলি ছুড়েছিল পুলিশ তা না জানালেও অন্তত ৩০টির মতো গুলিবিদ্ধ স্পট চিহ্নিত করা হয়েছে।
এর আগে গত ১২ জুন একই অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের সমকামী নাইট ক্লাবে হামলা করে ৫০ জনকে হত্যা করে উমর মতিন নামের এক বন্দুকধারী। ইসলামী জঙ্গি সংগঠন আইএস সে হামলার দায় স্বীকার করেছিল।
আরো জানুনঃ
Gunfire at teen nightclub party leaves 2 dead, 17 wounded
শনিবারের চিঠি/আটলান্টা/ জুলাই ২৫, ২০১৬
বাংলাদেশ সময়: ৯:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৫ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com