ফ্লোরিডাঃ ফ্লোরিডার ডিজনি রিসোর্টে দু’বছর বয়সী এক শিশুকে পানিতে টেনে নিয়ে গেছে এক কুমীর। ফ্লোরিডার পুলিশ এখন কুমীরটির সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে।
ডিজনি রিসোর্টের একটি হ্রদের কাছে শিশুটি খেলছিল। তখন কুমীর এসে শিশুটিকে টেনে নিয়ে যায়।
শিশুটির বাবা কুমীরের মুখ থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
পঞ্চাশ জন পুলিশ এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞের একটি দল এখন শিশুটির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
ডিজনির এক মুখপাত্র বলেছেন, এই ঘটনায় তারা খুবই মর্মাহত।
ফ্লোরিডার নদী, লেক এবং জলাশয়গুলোতে প্রচুর কুমীর আছে।
এরকম কুমীরের আক্রমণ সেখানে কোন বিরল ঘটনা নয়। ১৯৪৮ সাল থেকে এপর্যন্ত কুমীরের আক্রমণে ফ্লোরিডায় ২২ জন মারা গেছে।
শনিবারের চিঠি/ আটলান্টা / জুন ১৬,২০১৬
বাংলাদেশ সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com