স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানের সঙ্গে বৈঠক করেছেন আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
শুক্রবার দুপুরে সচিবালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ৩৫ মিনিটে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
ধারণা করা হছে, মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের আইনি আনুষ্ঠানিকতা নিয়ে এ বৈঠকটি হয়েছে।
তবে স্বরাষ্ট্র সচিব বা আইজি (প্রিজন) কেউ এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
উল্লেখ্য, গত বুধবার মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
গতকাল বৃহস্পতিবার সাকা চৌধুরী এবং মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়। আইনি সব বিষয়ের নিষ্পত্তি হয়ে যাওয়ায় এখন তাদের শুধু রাষ্ট্রপতির কাছে ফাঁসির দণ্ডাদেশ মওকুফ চাওয়ার সুযোগই বাকি আছে। এ বিষয়ে দুজনের সঙ্গে কথা বলতে তাদের আইনজীবীরা কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে ফাঁসির দণ্ডাদেশ মওকুফের আবেদন না করলে সরকারের নির্দেশনা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২০ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ৭:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com