বাংলাদেশ ডেস্কঃ ওমান থেকে ঢাকায় ফেরার সময় প্লেনে এক বাংলাদেশি নারী যাত্রী মৃত সন্তান প্রসব করেছেন। পরে ওই নবজাতককে বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ভোরে ওমানের রাজধানী মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক বাংলাদেশি নারী শ্রমিক ঢাকায় আসে। প্লেনের তিনি সন্তান প্রসব করেন। তবে বিষয়টি কেউ-ই জানতেন না।
`পরে বিমানবন্দরে ডাস্টবিনে মৃত নবজাতককে ফেলে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। তখনই বিষয়টি জানাজানি হয়।`
আটক নারীর পরিচয় জানানো হয়নি । তবে সুত্র জানিয়েছে নবজাতকের মা অসুস্থ, তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
শনিবারের চিঠি/ আটলান্টা / জুন ০২,২০১৭
বাংলাদেশ সময়: ৪:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com