ষ্টাফ রিপোর্টারঃ আটলান্টা প্রবাসী বিশিষ্ট সাহিত্যিক ও বীমা ব্যবসায়ী মুহম্মদ শরীফুল ইসলামের মেয়ে প্লাবনী বিনতে শরীফ ২০১৬ সেসনে আটলান্টাস্থ মেডোক্রিক হাই স্কুল থেকে সম্মানসহ স্কুল গ্রাজুয়েট ডিপ্লোমা লাভ করেছে।
গত ২৬ মে আটলান্টাস্থ গুনেইট এরিনার গুনেইট সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উক্ত স্কুলের অন্তত সাড়ে পাঁচ শ’ শিক্ষার্থীকে এ গ্রাজুয়েট ডিপ্লোমা প্রদান করেন স্কুলের প্রিন্সিপ্যাল টমি ওয়েলচ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনেইট কাউন্টি স্কুল বোর্ডের দুই এ্যাসিস্টান্ট সুপারেটেন্ট মিসেস ডেবী ডীস ও ইডি সাডিক্স।
প্লাবনী বিনতে শরীফ ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়র হতে চায়। এ লক্ষ্যে সে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি পাবলিক ইউনিভার্সিটি অব আটলান্টা, জর্জিয়ায় টেক প্রমিস স্কলারশীপ নিয়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে। প্লাবনীর বাবা শরীফুল ইসলামের পৈতৃক নিবাস ফরিদপুরের আলফাডাঙ্গায়।
শনিবারের চিঠি/আটলান্টা/ মে ৩০, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ মে ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com