আসন্ন পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোট বা বিএনপি অংশ নেবে কি না সে বিষয়ে আজো কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আাসাদুজ্জামান রিপন যা বললেন তার সারমর্ম মূলত এই-ই।
রিপন জানান, মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের আসা-না আসার বিষয়ে জানাবে বিএনপি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ২৩৪ পৌরসভায় ভোটের তারিখ ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র জমার শেষ সময় ৩ ডিসেম্বর।
বৃহস্পতিবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে বৈঠকে বসেন ২০ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের কয়েকজন। রাত পৌনে ১১টার দিকে শেষ হয় বৈঠক।
বৈঠক শেষে রিপন বলেন, ২০ দলীয় জোটের নেতারা খালেদা জিয়ার সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন। সেখানে সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। পৌর নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের বিষয়টি শরীক দলের নেতারা চেয়ারপারসনের উপর ছেড়ে দিয়েছেন। এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।
পৌর নির্বাচনে বিএনপি এলে তা দলগতভাবে না জোটগতভাবে আসবে সে বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয়।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২৭ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ৯:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com