পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরে একটি ঘরোয়া অনুষ্ঠানে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৩ জন।
গত রোববার ভোরে ইস্ট অ্যালেজেনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের খুঁজছে পুলিশ। খবর রয়টার্স ও সিএনএনের।
পুলিশ জানায়, নিহতদের দুজনের বয়সই ১৮ বছরের নিচে। আহতদের মধ্যে আট জনের শরীরে গুলি লেগেছে। আর জানালা থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।
পিটসবার্গ পুলিশের প্রধান স্কট জানান, ঘটনাস্থলে একাধিক হামলাকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে ৯০ রাউন্ডেরও বেশি গুলি ছোড়া হয়েছিল। ঐ বাড়ির বাইরে ও ভেতরে গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
সেখানে থাকা ব্যক্তিদের যে কোনো তথ্য বা ভিডিও প্রমাণ নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তারা। এর আগে সাউথ ক্যারোলিনায় একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত ১২ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১১:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com