পিরোজপুর: পিরোজপুরে র্যাব পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযা চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে পিরোজপুর সদর উপজেলা থেকে ছয় জন, কাউখালী থেকে তিন জন, স্বরূপকাঠী থেকে ছয় জন, নাজিরপুর থেকে দুই জন, জিয়ানগর থেকে চার জন, ভাণ্ডারিয়া থেকে চার জন এবং মঠবাড়িয়া থেকে আট জনকে আটক করা হয়েছে।
এদিকে, পিরোজপুর ও জিয়ানগর উপজেলায় বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-পুলিশ ও বিজিবি যৌথ মহড়া দিচ্ছে।
শনিবারের চিঠি / আটলান্টা / ১৯ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com