তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে মনোনীত করেছেন ইমরান খান। সোমবার পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী এই তথ্য জানান।
ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে গুলজার আহমেদকে মনোনীত করার আগে পিটিআইয়ের মূল কমিটির অনুমোদন নিয়েছেন। গুলজার পাকিস্তানের ২৭তম প্রধান বিচারপতি ছিলেন। সোমবার এই খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
এর আগে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি সংবিধানের ২২৪ অনুচ্ছেদের এ(১) ধারার আওতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নাম দিতে ভেঙে দেওয়া সংসদের নেতা ইমরান এবং বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফের কাছে চিঠি লেখেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গুলজারকে মনোনীত করে পিটিআই।
এর আগে রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দেন।
বাংলাদেশ সময়: ৬:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com