ষ্টাফ রিপোর্টারঃ জর্জিয়া লটারী সুত্রে জানা গেছে, গতকাল পাওয়ার বল লটারীতে কেউ জ্যাকপট বা প্রথম পুরস্কার বিজয়ী হননি। এই সপ্তাহান্তে শনিবার জ্যকপট বা প্রথম পুরস্কার আনুমানিক $৬৭৫ মিলিয়ন ধরা হয়েছে। পুরো আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার এটা। ২০১২ সালের মেগা মিলিয়ন জ্যকপট ছিল $৬৫৬ মিলিয়ন।
গতকালের পাওয়ার বলের বিজয়ী নাম্বার ছিল, ২, ১১, ৪৭, ৬২, এবং পাওয়ার বল স্পেশাল নাম্বার ছিল ১৭।
জর্জিয়া, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোসহ ৪৪টি রাজ্যে একই সঙ্গে এই লটারী অনুষ্ঠিত হয় ।
টিকিটের মূল্য মাত্র $২ ডলার।বিভিন্ন ফিলিং স্টেশন, মুদী দোকান, ছোট বড় বিভিন্ন ডিপার্টাল স্টোরে টিকিট পাওয়া যায়।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ০৭ ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ৭:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com