রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে সাড়ে ১৩ কেজি ওজনের দুটি পাঙাস মাছ ধরা পড়েছে। মাছ দুটির দাম হয়েছে ১৮ হাজার ৯০০ টাকা। সোমবার (২৪ মে) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে মাছ দুটি নিয়ে আসেন জেলে নিমাই হালদার। তার জালেই ধরা পড়ে মাছ দুটি।
নিমাই হালদার বলেন, সোমবার ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা মারে, তখন বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেকক্ষণ ধরে ৪ জন মিলে জাল তুলে দেখি বড় দুটি পাঙাস মাছ। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে মাছ দুটি নিয়ে এলে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছ দুটি আমি ১৪০০ টাকা কেজি দরে কিনেছি। এখন মাছ দুটি ১৮০০ টাকা কেজি দরে ঢাকায় বিক্রি করব বলে যোগাযোগ করছি। এজন্য মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছি।
বাংলাদেশ সময়: ৯:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com