মঈনুদ্দিন মুন্সি, মুন্সিগঞ্জঃ পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে এই পথে লঞ্চ ও স্পিডবোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চালু আছে সাতটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে সব লঞ্চ ও স্পিডবোট। তবে চারটি রো রো ফেরি ও তিনটি কে-টাইপ ফেরি সীমিত আকারে চলাচল করছে। নদীর দুই পাশের ঘাট এলাকায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে রয়েছে ৮০টি দূরপাল্লার বাস।
বিআইডব্লিউটিএর নৌ ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলেমান জানান, সকাল থেকে ছোট লঞ্চ বন্ধ রাখা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব লঞ্চ ও স্পিডবোট। যাত্রীদের রো রো ফেরিতে পারাপারের জন্য বলা হচ্ছে।
শনিবারের চিঠি / আটলান্টা/ ২০অক্টোবর , ২০১৭
বাংলাদেশ সময়: ২:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com