বাংলাদেশ ডেস্কঃ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা পদত্যাগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের একটি সূত্র।
দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়ার পর এ পদত্যাগপত্র পাঠান আবদুল ওয়াহাব মিঞা।
শুক্রবার সন্ধ্যায় আবদুল ওয়াহাব মিঞা ওই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সূত্রটি জানায়। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি আরও জানায়, প্রধান বিচারপতির নিয়োগের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ বরাবর পদত্যাগপত্র পাঠান। সন্ধ্যায় রাষ্ট্রপতির দফতর থেকে ওই পত্রটি গ্রহণ করা হয়।
উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওয়াহাব মিঞা। তিনি কেন এবং কি কারণে পদত্যাগ করেছেন কিছুই জানা যায় নি ।
শনিবাবের চিঠি / আটলান্টা/ ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
বাংলাদেশ সময়: ১১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com