উজ্জ্বল রায়, নড়াইলঃ নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম সাংবাদিকদের সহিত মতবিনিময় করেছেন। শনিবার (৩-মাচ) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম,সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) মেহেদী হাসাস, নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তর পত্রিকার নড়াইল প্রতিনিধি মো.শাহীদুল ইসলাম শাহী, নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, নড়াইল প্রতিদিনের কন্ঠের বুলু দাস, তুহিনসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্য বৃন্দ,এসময় আরও উপস্থিত ছিলেন লোহাগড়া সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ ওবায়দুর রহমান, নড়াইল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক বাবলু, খালিদ,উজ্জাল রায় সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । এছাড়া নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ডিবির ওসি মোঃ সফিকুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তরা । মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। আধুনিক সমাজ বির্নিমানে,মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ ও সমাজের অবক্ষয় রোধে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন এবার পুলিশ সদস্য নিয়োগ যোগ্যতার মাপকাঠিতে হবে । কোন প্রকার আর্থিক লেন দেন কারিদের পুলিশে নিয়োগ করা হবে না । সর্বোপরি সকল কাজে সাংবাদিকদের সহযোগিতা চায় । অনুষ্ঠান শুরুরে সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত পুলিশ সুপার এবং অনুষ্ঠান শেষে নবাগত পুলিশ সুপারকে সাংবাদিক নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শনিবারের চিঠি / আটলান্টা / ০৫ মার্চ , ২০১৮
বাংলাদেশ সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মার্চ ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com