গত কয়েকদিনে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে ফেনীর ছাগলনাইয়ায় ফিরেছেন ৪শ’ ৮৫ জন প্রবাসী। এদের মধ্যে মাত্র ২শ’ ৫০ জন প্রশাসনের নজরে হোম কোয়ারেন্টাইনে থাকলেও বাকিরা লাপাত্তা। এর মধ্যেই খবর পাওয়া গেলো করোনা আতঙ্কে প্রবাসী স্বামীকে রেখে বাবার বাড়ি চলে গেছে স্ত্রী!
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ওই প্রবাসী ইউরোপের একটি দেশ থেকে এসেছিলেন। যদিও এর চেয়ে বেশি কোনো তথ্য তিনি জানাননি। জানা যায়, প্রবাসীরা বাড়িতে আসার পর দিন থেকে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হাট-বাজারসহ লোকালয়ে ঘোরাঘুরি শুরু করেন। ফলে এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল।
গত ৪৮ ঘণ্টায় পুলিশ, জনপ্রশাসন ও জনপ্রতিনিধিদের তৎপরতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পর্যন্ত ২শ’ ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজ নেওয়া হচ্ছে। এর মধ্যে ইতালি, স্পেন, জার্মানি, কুয়েত, সৌদি আরব, কাতার, আবুধাবি ও ভারত থেকে আসা প্রবাসী বেশি। বাংলাদেশ প্রতিদিন
শনিবারের চিঠি / আটলান্টা/ মার্চ ২১, ২০২০
বাংলাদেশ সময়: ৮:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com