সাবেদ সাথী, নিউ ইয়র্কঃ যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলাকারী ও নিয়ম বহির্ভূত ভাবে অর্থের বিনিময়ে কমিটি গঠনে জড়িতদের বিচারসহ দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির পৃথক দু’টি অংশের নেতা-কর্মিরা। নেতা-কর্মিরা। গত রবিবার সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় বিক্ষোভ সমাবেশে এক সংঘর্ষে উভয় গ্রুপের ৭ জন আহত হন। হামলার শিকার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিউ ইয়র্ক পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।
রবিবার বিকেলে জ্যাকসন হাইটসের স্থানীয় একটি রেস্তোরাঁর মিলনায়তনে যুক্তরাষ্ট্রে বিএনপি’র সম্রাট-গিয়াস গ্রুপের নেতা-কর্মিরা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদন্ডের রায়ের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন করেন। এরপর বিএনপির নেতা-কর্মিরা বিক্ষোভ সমাবেশ করার জন্য রেস্তোরাঁর নিচে রাস্তায় ব্যানার ফেস্টুন হাতে সরকার বিরোধী নানা শ্লোগান শুরু করেন। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি মোতাবেক জিল্লু-জসিম গ্রুপের নেতা-কর্মিরা সন্ধ্যা সাড়ে ৮টায় দিকে রেস্তোরাঁর মিলনায়তনে যাবার প্রাক্কালে অপর গ্রুপের সমাবেশে ঢুকে পড়েন। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বিক্ষুব্ধ নেতা কর্মিরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের উপর চড়াও হয়ে তাঁকে আক্রমণের চেষ্টা চালায়। মিলনের সমর্থিত নেতা-কর্মিদের সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে পর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার পর জিল্লু-জসিম গ্রুপ একটি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দলের নিয়মনীতি উপেক্ষা করে এহসানুল হক মিলন অর্থের বিনিময়ে বিভিন্ন অঙ্গরাজ্যে বিএনপির কমিটি গঠন করেছেন এবং একই ধারায় নিউ ইয়র্ক ষ্টেট বিএনপির কমিটি করার চেষ্টা করছে। জিল্লু-জসিম গ্রুপের নেতা-কর্মিরা এই অবৈধ প্রক্রিয়ার বিরোধীতা করে আসছে। তাঁরা দলের গঠনতন্ত্র মোতাবেক সুন্দর ও সুষ্ঠভাবে নিউ ইয়র্ক ষ্টেট বিএনপি গঠনের দাবি করেন। মিলনের নির্বাচিত নির্বাচন কমিশনার একজন আওয়ামীলীগের অনুসারী বলেও তারা উল্লেখ করেন। নিয়মবহির্ভূতভাবে অর্থের বিনিময়ে কমিটি গঠনে জড়িতদের বিচারসহ দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন। তাদের গ্রুপের ৫ জন নেতা-কর্মি সংঘর্ষে আহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু ও জসিম উদ্দিন ভূঁইয়া।
বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট ও গিয়াস আহমেদ দাবি করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদন্ডের রায়ের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সুষ্ঠভাবে একটি সংবাদ সম্মেলন সম্পন্ন করি। উক্ত বিক্ষোভ সমাবেশ করার জন্য নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছিলেন তারা। সমাবেশে জিল্লু-জসিম গ্রুপের লোকজন এসে অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় তাদের দু’জন কর্মি গুরুতর আহত হয়েছে বলে তারা দাবি করেন। তারেক রহমানের কারাদন্ডের রায়ের প্রতিবাদে চলা বিক্ষোভ সমাবেশে হামলাকারীদের বিচারসহ দল থেকে বহিস্কারের দাবি করেন এ নেতারা। সংঘর্ষে উভয় গ্রুপের আহত বিএনপির কর্মিরা হলেন ফুলকু রহমান ও মাজহারুল ইসলাম (লতিফ-গিয়াস) এবং আশরাফ হোসেন, আমানত হোসেন, রেজাউল আজাদ ভুঁইয়া, আনিসুর রহমান ও হুমায়ুন কবির (জিল্লু-জসিম)। যুক্তরাষ্ট্র বিএনপির উদ্ভূত পরিস্থিতি সুষ্ঠ সমাধানের লক্ষ্যে কেন্দ্রিয় নেতাদের দৃষ্টি আকর্ষন করেছেন দলের নেতা-কর্মিরা।
সংশ্লিষ্ট সংবাদঃ
নিউ ইয়র্কে বিএনপি’র সমাবেশে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৭
শনিবারের চিঠি/ আটলান্টা / জুলাই ২৬ , ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com