মিনারা হেলেন, নিউ ইয়র্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো ক্যারোলিন ওয়াকার ডিয়ালো নামে এক মুসলিম নারি বিচারক হিসেবে নির্বাচিত হওয়ায় প্রবাসী বাংলাদেশিসহ তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী মুসলিম সমাজ।
ক্যারোলিন নিউ ইয়র্কের সিভিল বিচারক হিসেবে নির্বাচিত হন।
গত মঙ্গলবার ৩ নভেম্বর নির্বাচনে জয়ী হওয়ার পর ব্রুকলিনের মুসলিম অভিবাসীরা রীতিমতো উৎসবে মেতে উঠেন, এবং তাঁকে উষ্ণ অভিনন্দন জানান। ব্রুকলিনের একটি রেস্তরাঁয় তাঁর সম্মানে তাৎক্ষণিকভাবে এক সংবর্ধনারও আয়োজন করা হয়। স্থানীয় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা তাকে অভিনন্দন জানাতে সেখানে ভিড় করেন। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ক্যারোলিন বলেন, প্রথম মুসলিম নারী বিচারক নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত। কৃষ্ণাঙ্গ নারী ক্যারোলিন দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ব্রুকলিনে বাস করে আসছেন। একই এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি বাস করে।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২৩ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com