নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রঙ্কসে বন্দুকধারীর গুলিতে স্টেফোন ব্রাউন নামের ১৯ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ২১ বছর বয়সী ভাই আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ১৭ নভেম্বর রাতে ব্রঙ্কস হাউজিং প্রজেক্টের বাইরে র্যান্ডাল অ্যাভিনিউয়ে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্টেফোন ব্রাউন ও তাঁর ভাই ১৭ নভেম্বর রাতে ব্রঙ্কসের সাউন্ডভিউ হাউসেস কমপ্লেক্সের বাইরে র্যান্ডাল অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে ছিলেন। রাত ৯টা ১০ মিনিটের দিকে কালো পোশাক পরা এক বন্দুকধারী তাঁদের সামনে আসেন। এ সময় ওই বন্দুকধারী হঠাৎ করেই স্টেফোন ব্রাউনের পেছনে ও তাঁর ভাইয়ের হাতে গুলি করে দৌড়ে দ্রুত পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে স্থানীয় জ্যাকোবি হাসপাতালে নেওয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্টেফোন ব্রাউনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, স্টেফোন ব্রাউন ও তাঁর ভাই সাউন্ডভিউ হাউসেস কমপ্লেক্সের বাসিন্দা। স্টেফোন ব্রাউনের ভাইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর চিকিৎসা চলছে। ওই বন্দুকধারীকে গ্রেপ্তারে তল্লাশি চলছে।
শনিবারের চিঠি/ আটলান্টা / ২০ নভেম্বর ,২০১৯
বাংলাদেশ সময়: ১১:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com