শনিবার রিপোর্টঃ নিউ ইয়র্কে সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে আঘাট পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। গুরুতর আহত অবস্থা তাকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রবিবার বিকেলে ব্রুকলিনে তার এক আত্মীয়ের বাসার সিঁড়িতে পড়ে তিনি এ দূর্ঘটনায় পড়েন। সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে তাকে ব্রুকলিন ম্যাথডিস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার বাম পায়ের দুটো হাড় ভেঙ্গেছে। ইতোমধ্যেই একবার অস্ত্রোপচার করা হয়েছে। শিঘ্রইর আরও একটি অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে।
আবদুস সালামের আহত হবার খবর ছড়িয়ে পড়লে নিউ ইয়র্কের বিএনপি’র নেতাকর্মিসহ তার আত্মীয়-স্বজনরা খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান এবং দেখাশোনা করছেন। আবদুস সালাম গেল তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থানরত তার ছেলের সাথে দেখা করতে আসেন এবং গত ১৯ জুন জর্জিয়া বিএনপি আয়োজিত একটি ইফতার পার্টিতে তিনি স্বস্ত্রীক যোগদান করেন।
তিনি নিউ ইয়র্কের ব্রুকলিনে তার শ্বশুরালয়ে অবস্থান করছিলেন।
শনিবারের চিঠি/আটলান্টা/ জুন ৩০, ২০১৬
বাংলাদেশ সময়: ১২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com