নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সেলিনা হায়াত্ আইভি। শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেয়া হয়। তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভায় সিদ্ধান্ত হয়, জেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় সমর্থন পেয়ে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে দলীয় সমর্থন প্রদানের ক্ষেত্রে জনমত জরিপকে অগ্রাধিকার দেয়া হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি জেলা থেকে ১৫টি ওয়ার্ডে ১৫ জন এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্যে নাম সুপারিশ করে আগামী ৭ দিনের মধ্যে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বোর্ডের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
শনিবারের চিঠি/ আটলান্টা / নভেম্বর ১৯, ২০১৬
বাংলাদেশ সময়: ৬:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com