নওগাঁর সাপাহারে ক্ষেতের ধান গাছ খাওয়ার অভিযোগে একটি এঁড়ে গরুকে অসুরের মত পিটিয়ে মেরে ফেলেছে।
সাপাহার থানায় দাখিলকৃত অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী হাঁপানিয়া কৃষ্ণসদা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে হাবিবুর রহমানের একটি এঁড়ে গরু গত ২ সেপ্টেম্বর দুপুরে কৃষ্ণসদা উত্তর মাঠে নদীর ধারে চরে বেড়ানোর সময় অসাবধানতাবশত একই এলাকার শিয়ালমারী আন্ধারদিঘী গ্রামের মৃত আয়নাল হক এর ছেলে এরশাদ আলীর ধানি জমিতে ক্ষেতের ধান গাছ খায় । এ সময় জমির মালিক এরশাদ আলী লাঠি দিয়ে গরুটিকে হত্যার উদ্দেশ্যে পিটাতে থাকে। লাঠির আঘাতে গরুর একটি পা ভেঙে যায়। এরশাদ আলী অসুরের মত গরুর পেটে বাঁশের লাঠি দিয়ে গুঁতিয়ে গরুটিকে হত্যার চেষ্টা করে।
গুরুতর আহত ওই এঁড়ে গরুটিকে স্থানীয় খোঁয়াড়ে না দিয়ে প্রতিহিংসামূলকভাবে সে নিদৃষ্ট এলাকার বাইরে পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা চৌমুহনী খোঁয়াড়ে দিয়ে আসে। সংবাদ পেয়ে গরুর মালিক হাবিবুর রহমান রাত ৯টায় খোঁয়াড়ে গিয়ে গরুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অসুস্থ গরুটিকে নিজ বাড়িতে নিয়ে আসে ও স্থানীয় একজন পশু চিকিৎসক দ্বারা চিকিৎসা করানোর একপর্যায় গত ৫ সেপ্টেমম্বর ভোররাতে গরুটি মারা যায়।
গরুর মালিক হাবিবুর রহমান জানান, গরুটি তার একমাত্র সম্বল ছিল। অসুরের মত নির্যাতনের কারণে গরুটি মরে যাওয়ায় তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সাথে জড়িত এরশাদ আলীর বিরুদ্ধে সাপাহার পুলিশ ষ্টেশনে গরুর মালিক হাবিবুর রহমান একটি এফআর দায়ের করেছে।
সাপাহার পুলিশ ষ্টেশনের পুলিশ অফিসার আব্দুল হাই অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।
শনিবারের চিঠি / আটলান্টা/ সেপ্টেম্বর ০৭, ২০২০
বাংলাদেশ সময়: ৭:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com