ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে প্রতিবাদ। আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। রাস্তায় নেমেছেন বিভিন্ন পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় বইছে। দেশের বিনোদন অঙ্গনের অনেকেই সোচ্চার হয়েছেন। এবার ধর্ষকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার লক্ষ্যে রাজপথে মানববন্ধনে অংশ নিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্রতারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে অংশ নেন তারা। টিম পজিটিভ বাংলাদেশ নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনটির মুখপাত্র গোলাম রাব্বানীসহ প্রায় দুই শতাধিক টিপিবির সদস্য উপস্থিত ছিলেন।
ওমর সানি বলেন, প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না।
এ সময় ওমর সানি বলেন, প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়, সেটা যদি হয় ন্যায় সঙ্গত, তাহলে তো কোনো কথাই নেই। আমি আর মৌসুমী নির্দিষ্ট কোনো চলচ্চিত্রের জায়গায় নেই। দেশ থেকে দেশান্তরে। প্রতিবাদের কোনো দল নেই, ভালো থাক দেশের মানুষ, ভালো থাক দেশটি। আই লাভ বাংলাদেশ।
মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের কাছে তিন দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো
শনিবারের চিঠি/ আটলান্টা/ অক্টোবর ০৮, ২০২০
বাংলাদেশ সময়: ৭:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com