ফেনীঃদক্ষিণ আফ্রিকার ভেরিবার্গে সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার জুয়েল (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।
রোববার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মাতুভূঞা ইউনিয়নের মোমরিজপুর গ্রামের সাদ্দাম ডাক্তার বাড়ির আবু তাহের আমানির ছেলে।
নিহতের পরিবার জানায়, রোবার রাতে কাজ শেষে বাসায় ফিরে বিশ্রাম নিচ্ছিল জুয়েল। এ সময় ১৫-২০ জন সন্ত্রাসী বাসায় ঢুকে তাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছিল। এতে বাধা দিতে চাইলে সন্ত্রাসীরা জুয়েলকে গুলি করলে সে মাটিতে লুটে পড়ে। হাসপাতাল নিয়ে পথে সে মারা যায়।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, তার মরদেহ দেশে আনার জন্য দক্ষিণ আফ্রিকার সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
শনিবারের চিঠি / আটলান্টা/ ০২ ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ১০:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com