বাংলাদেশ ডেস্কঃ রাজধানীর শাঁখারীবাজার এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসবে ‘বখাটেদের’ উৎপাতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আকাশ (১৯), সিফাত (২০) ও মামুন (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকায় দোল উৎসব পালিত হচ্ছিল।এক পর্যায়ে দোল খেলায় কয়েকজন বখাটে ঢুকে যায়। তারা পথচারী ও অফিসগামী লোকজনদের ধরে রঙ মাখিয়ে হেনস্তা করে। বখাটেদের আক্রমণ থেকে বাদ পড়েননি নারীরাও। এমনকি রিকশা থামিয়ে নারীদের গায়ে-মুখে রঙ লাগিয়ে দেওয়া হয়। এ সময় তাদের বিভিন্ন কুরুচীপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গি করে বখাটেরা। এতে দোল উৎসবকে ঘিরে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়।
পরে এ বিষয়ে কোতয়ালী থানায় অভিযোগ করা হলে ওই তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান হয়েছে ডিএমপির ওয়েবসাইটে।
শনিবারের চিঠি /আটলান্টা/ মার্চ ১৬, ২০১৬
বাংলাদেশ সময়: ৪:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com