করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন দেশের জেলায় জেলায় পৌঁছাচ্ছে। গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছিল, গাজীপুরের বেক্সিমকো কারখানা থেকে এসব টিকা বিশেষ ফ্রিজার গাড়ি ও কঠোর নিরাপত্তার মধ্যে জেলায় জেলায় পাঠানো হচ্ছে।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা পৌঁছাতে শুরু করেছে। সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রশাসনের সহায়তায় এসব টিকা গ্রহণ করে সংরক্ষণ করছেন। পরে এসব টিকা বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে দেওয়া হবে।
ভারত থেকে আসা ৫০ লাখ ডোজ টিকা গাজীপুরে সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে মোট ২৬ লাখ টিকা দেশের ৩৪ জেলায় পাঠানো হয়েছে।
এসব জেলা হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট।
শনিবারের চিঠি / আটলান্টা/ জানুয়ারি ২৯,২০২১
বাংলাদেশ সময়: ৬:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com