শেষ পর্যায়ে ‘সত্তা’ ছবির শুটিং। এরই মধ্যে ছবির গান ও সিক্যুয়েন্সের শুটিং শেষ হয়েছে। আর মাত্র দুদিন শুটিং করলেই শেষ হবে ছবির চিত্রধারণের কাজ। তবে সেখানে কোনো তারকা শিল্পী থাকবেন না বলে জানিয়েছেন ছবির পরিচালক হাসিবুর রহমান কল্লোল। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়ক শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম।
আমাদের প্রতিনিধিকে কল্লোল বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির গান ও সিক্যুয়েন্সের শুটিং শেষ করেছি। কয়েক দিনের মধ্যে আরো দুদিন শুটিং করব, তবে সেখানে কোনো তারকা শিল্পী থাকবেন না। ছবির ডাবিং এবং এডিটিং এগিয়ে আছে। সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যে ছবিটি সেন্সরবোর্ডে জমা দেব।’
ছবিটির কাজ শেষ করতে অনেক সময় লাগছে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি প্রথম থেকেই ছবিটি ধরে ধরে করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত আমি তা মেইনটেইন করার চেষ্টা করেছি। পরিচালক হিসেবে আমি যা চেয়েছিলাম, তা ক্যামেরায় ধারণ করতে পেরেছি। আমি তৃপ্ত, সঙ্গে আমাদের ছবির পুরো ইউনিটই তৃপ্তি প্রকাশ করছে। এই দীর্ঘ সময় নিয়ে কাজটি করায় আমাদের কোনো আক্ষেপ নেই।’
কবে ছবিটি মুক্তি পাবে—জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা ছবিটি চলতি বছরের শেষ দিকে মুক্তি দেওয়ার চিন্তা করছি। ছাড়পত্র পেলেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করব।’
শনিবারের চিঠি/ আটলান্টা / অক্টোবর ২৪, ২০১৬
বাংলাদেশ সময়: ৬:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com