ষ্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্রে তুষারঝড় ‘স্টেলার’ কবলে পড়েছে উত্তর-পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। তুষারঝড়ের ফলে অত্রঞ্চলের ১২ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। সংবাদটি পাঠিয়েছেন নিউইয়র্ক থেকে আমাদের প্রতিনিধি সাবেদ সাথী।
ঘণ্টায় একশ কিলোমিটার বেগে বয়ে চলা স্টেলার প্রভাবে মঙ্গলবার নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, মেইন, ভারমন্ট, রোড আইল্যান্ড , নিউ হ্যাম্পশয়ার,কানেকটিকাটে পেনিসেলভেনিয়া, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এসব অঙ্গরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ছয় হাজার ৫শ’র বেশি ফ্লাইট। বরফের চাদরে ঢাকা পড়েছে পুরো নিউইয়র্ক। জরুরি অবস্থা ঘোষণার পর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুর্নো বলেন, আবহাওয়ার এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিকভাবেই বিঘ্ন ঘটবে। এই সময় প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করেন তিনি। নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটস গভর্নরও জরুরি অবস্থা জারি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে অবস্থান করতে নির্দেশ দিয়েছেন।
নিউইয়র্কে তুষার আচ্ছাদিত একটি জনপদ ছবিঃ শারমিন আকতার
এদিকে খারাপ আবহাওয়ার কারণে জামার্নির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ওয়াশিংটন সফর স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল।
তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্র সফররত আইরিশ প্রধানমন্ত্রী এন্ডা কেনিও বোস্টন ও ওয়াশিংটন সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন।
শনিবারের চিঠি/আটলান্টা/ মার্চ ১৬, ২০১৭
বাংলাদেশ সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com