তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রোসেপ তাইয়েপ এরদোগান। খবর বিবিসির।
দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে টেলিভিশনে এ ঘোষণা দেন তিনি।
এরদোগান বলেন, তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্যে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গণতন্ত্রের জন্যে হুমকি মোকাবিলার প্রতিশ্রুতির পাশাপাশি তিনি জনগণের মৌলিক স্বাধীনতা রক্ষারও ঘোষণা দেন।
যদিও তিন মাসের জরুরি অবস্থা সংসদকে পাশ কাটিয়ে যাওয়া এবং সাধারণ মানুষের অধিকার খর্ব করার ক্ষমতা দিচ্ছে প্রেসিডেন্টকে।
টেলিভিশন ভাষণে এরদোগান আবারও যুক্তরাষ্ট্র প্রবাসী ফেতুল্লাহ গুলেনকেই ব্যর্থ অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফতুল্লা গুলেনের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে তা প্রকাশ বা যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।
শনিবারের চিঠি/ আটলান্টা / জুলাই ২১ , ২০১৬
বাংলাদেশ সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com