ব্যর্থ অভ্যুত্থানের পর চাকরিচ্যুত হওয়ার খবর শুনে আত্মহত্যা করেছেন তুরস্কের একটি জেলার উপ-গভর্নর নেজমি আকমান। মঙ্গলবার সন্ধ্যায় আকমান নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
আকমান গত দু’বছর ধরে দেশটির ম্যানিসা প্রদেশের আহমেতলি জেলার উপ-গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তুরস্কের স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কের সরকারি দফতর থেকে এ পর্যন্ত ৪৯ হাজার কর্মকর্তা-কমর্চারীকে গুলেনপন্থী ও অভ্যুত্থানে জড়িত রয়েছে সন্দেহে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তদের তালিকায় নিজের নাম আছে জেনেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে ধারণা করছে জেলা পুলিশ। তার দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানায়, নিহত এ গভর্নর তিন সন্তানের জনক ছিলেন।
শনিবারের চিঠি/ আটলান্টা / জুলাই ২১ , ২০১৬
বাংলাদেশ সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com