নারায়ণগঞ্জে ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনা সংগঠিত হওয়ার অভিযোগে এই ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) তাদের বরখাস্তের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন, ব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌ. মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী প্রকৌ. এস.এম. হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী প্রকৌ. মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মোঃ মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মোঃ আইউব আলী, সাহায্যকারী মোঃ হানিফ মিয়া ও কর্মী মোঃ ইসমাইল প্রধান।
গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২৬ জন নিহত হয়েছেন।
তিতাস গ্যাসের পাইপ লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস জানায়। গ্যাস পাইপ লিকেজের বিষয়ে তিতাসকে অবহিত করলেও তারা ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় লাইনটি মেরামত করা হয়নি।
শনিবারের চিঠি / আটলান্টা/ সেপ্টেম্বর ০৮, ২০২০
বাংলাদেশ সময়: ৪:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com