ঢাকাঃ ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’, ‘তারেক জিয়ার সাজা বাতিল কর’ এই ২ শ্লোগানকে বুকে এবং পিঠে লিখে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ২০ কোটি টাকা জরিমানা এবং ৭ বছরের কারাদণ্ড বাতিলের দাবি জানিয়েছে রিজভী হাওলাদার নামের এক যুবক।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে এ দাবি জানান রিজভী হাওলাদার নামের ওই যুবক।
রিজভীর বুকে লেখা ছিল, ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।’ অন্যদিকে পিঠে লেখাছিল, ‘‘তারেক জিয়ার সাজা বাতিল কর।’
এ বিষয়ে রিজভী হাওলাদার সংবাদ মিডিয়াকে বলেন, ‘তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সাজা বাতিল করে তাকে খালাস দিতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বর্তমানে স্বৈরাচারের চেয়েও খারাপ, স্বৈরাচার এরশাদ যা করছিল এখন হাসিনাও তা করছে।’
রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন, তারেক রহমানের উপর নির্যাতন, বিএনপির উপর নির্যাতন করছে এই আওয়ামী লীগ। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে রাজনীতি থেকে সরাতে অনেক চেষ্টা করছে তারা।’
রিজভী জানান, তিনি পোস্টার লাগানোর কাজ করেন। ঢাকায় ১২-১৩ বছর ধরে থাকলেও বিএনপি করেন ১৬-১৭ বছর ধরে।
তিনি বলেন, ‘অনেক বছর ধরে দলের কাজ করি, দলের মিটিংয়ে থাকি, আমি পোস্টার লাগাই, মেডামের (খালেদা জিয়া) অফিসে সবসময় থাকি।’
রিজভীর বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সত্তকান্দা গ্রামে। তার বাবার নাম আজহার হাওলাদার, মায়ের নাম ফকি বেগম। ৬ ভাই-বোনের মধ্যে রিজভী হাওলাদার সবার ছোট।
শনিবারের চিঠি/ আটলান্টা/ জুলাই ২৪, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com