তাইওয়ানের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচন করেছে দেশটির জনগণ। বিরোধীদলীয় নেতা সাই ইং-ওয়েন বিপুল ভোটের ব্যবধানে তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
এদিকে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন দল কুমিংটাংয়ের (কেএমটি) প্রধান এরিক চু। দেশটির বিজয়ী দল তাইওয়ান’স ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) চীনের কাছ থেকে তাইওয়ানের পূর্ণ স্বাধীনতা অর্জনের পক্ষে।
দেশটিকে একটি বিচ্ছিন্নতাবাদি দ্বীপ হিসেবে বিবেচনা করে চীন। শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানকে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চায় দেশটি।
নির্বাচনে ৩০ শতাংশ ভোট পেয়েছে ক্ষমতাসীন দল কেএমটি। ফলাফল ঘোষণার পরপরই সাই ইং-ওয়েনকে স্বাগত জানিয়েছেন চু এবং দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
তাইওয়ান এবং চীনের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের কয়েক মাস পরেই এ নির্বাচন অনুষ্ঠিত হলো। গত ৭০ বছরের বেশিরভাগ সময়ই তাইওয়ানের ক্ষমতায় ছিল কেএমটি। ডিপিপি’র জন্য এটা দ্বিতীয় বারের বিজয়। এর আগে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল ডিপিপি।
শনিবারের চিঠি / আটলান্টা / ১৭ জানুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ১১:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com