ঢাকা : রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২২ জুন) সকাল ৯টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আব্দুল মান্নান (৩০) নামের ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘প্লাটফর্মে আব্দুল মান্নানের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার সঙ্গে থাকা সাইড ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় সাইডব্যাগে কাগজে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’
আটক আব্দুল মান্নানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি আব্দুল মজিদ।
শনিবারের চিঠি/ আটলান্টা / জুন ২২,২০১৬
বাংলাদেশ সময়: ১০:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুন ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com