রাকিবুল বাসার, ঢাকাঃ বনানীতে ‘দ্যা রেইন ট্রি” হোটেলে ধর্ষণের শিকার হয়েছিল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী । গত এক সপ্তাহ জুড়ে দেশের “টক অব দ্যা কান্ট্রি” তে পরিণত হয়েছে এই ঘটনা ।
অভিযোগ এসেছে ধর্ষক প্রভাবশালীদের সন্তান হওয়ায় গ্রেফতারে গড়িমসি করছে পুলিশ । এবার ধর্ষকদের গ্রেফতাদের দাবিতে বনানীতে ‘দ্যা রেইন ট্রি” হোটেলের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন একদল সচেতন ফেসবুক ব্যবহারকারী । এ বিষয়ে জানতে চাইলে আয়োজক ডাক্তার বিলিয়ম এ সাংমা ও আশরাফুল সোহাগ বলেন ,” আগামিকাল শুক্রবার (১২মে ২০১৭) বিকেল সোয়া তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা সেখানে অবস্থান করবো , লোকজন সেখানে গেলে শান্তিপূর্ন অবস্থানে প্রতিবাদ হবে , মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হবে” ।
শনিবারের চিঠি / আটলান্টা / ১১ মে, ২০১৭
বাংলাদেশ সময়: ৭:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com