ঢাকা: রাজধানীর মহাখালী এলাকা থেকে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক মফিজুল ইসলাম অপহৃত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার রাতেই তার ভাগনে আবুল হোসেন বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেছেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামিম এ তথ্য নিশ্চিতে করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, মতিঝিল থেকে বারিধারা যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভারের ওপরে মোটর সাইকেল ও গাড়ি দিয়ে মফিজুলের গাড়ির গতিরোধ করেন চার দুর্বৃত্ত। এসময় গাড়িচালককে মারধর করেন তারা। পরে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা।
কাফরুল থানার শিকদার শামীম বৃহস্পতিবার সকালে বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি তাকে উদ্ধারের। তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
তিনি আরো জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন মফিজুল ইসলাম। গত ২২ জানুয়ারি তিনি দেশে আসেন। এখানে তিনি বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় ওঠেন।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com