শনিবার রিপোর্টঃ ১৯৯৫ সালে ফরাসি ম্যাগাজিন ম্যাক্স এর জন্য তোলা ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কিছু নগ্ন ছবি প্রকাশ করেছে ট্যাবলয়েড ম্যাগিজন দ্য নিউ ইয়র্ক পোস্ট।
রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনীত ডোনাল্ড ট্রাম্প ৪৬ বছর বয়সী সুপার মডেলকে ২০০৫ সালে বিয়ে করেন। মেলানিয়া তার তৃতীয় স্ত্রী। স্লোভেনিয়ায় জন্ম নেয়া মেলানিয়ার এই ছবিগুলো তোলার সময় বয়স ছিল ২৫। ছবিগুলো তুলেছিলেন ফটোগ্রাফার অ্যালে ডে বাসভিল।
তিনি বলেন, মেলানিয়া তখন দারুণ এক ব্যক্তিত্ব ছিল, সে আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছিল।
ফটোসেশনটি মেলানিয়া নিউ ইয়র্কে আসার পরে তোলা হয়েছিল এবং ট্রাম্পের সঙ্গে সাক্ষাত হওয়ার তিন বছর আগে। ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে বলেন, মেলানিয়া তখন সফল মডেল ছিল এবং অনেক বড় ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছিল। সূত্র : এনডিটিভি
শনিবারের চিঠি/ আটলান্টা / আগস্ট ০২, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com