যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়তে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন জো বাইডেন। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিনেটর দলটির প্রার্থী হতে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন।
শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ডেমস খ্যাত এই দলটির পক্ষ থেকে।
এদিকে বাইডেনের প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা সিএনএন জানায়, ডেমোক্র্যাট প্রার্থী হতে তার দরকার ছিল ১ হাজার ৯৯১ ডেলিগেট বা প্রতিনিধির সমর্থন।
গেল সপ্তাহে ডিসট্রিক্ট অব কলম্বিয়া এবং ৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি শেষে ১ হাজার ৯৯৫ ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেছেন ৭৭ বছর বয়সী বাইডেন।
এখন দলীয় কনভেনশনের জন্য অপেক্ষা করতে হবে বাইডেনকে। ডেমোক্র্যাটদের এই কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।
গেল এপ্রিলে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এতে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে একক প্রার্থী হন বাইডেন।
বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জো বাইডেন।
শনিবারের চিঠি / আটলান্টা/ জুন ০৭, ২০২০
বাংলাদেশ সময়: ৯:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com